জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের সীমান্তে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার নালুয়ার বিলের পাড়ে ৫দিন ব্যাপী বসন্ত মেলার নামে অশ্লিল যাত্রা ও জুয়ার আসর বসানোর আয়োজনকে কেন্দ্র করে জগন্নাথপুরের সাদিপুর এলাকায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানান, জগন্নাথপুর, দক্ষিন সুনামগঞ্জ ও ছাতক উপজেলার কিছু লোকজনদের সমন্বয়ে বন্ধন সমাজ কল্যান সংগঠন নামে কমিটি গঠন করে সাদিপুর গ্রামের উত্তরের মাঠ সংলগ্ন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সীমান্তে নালুয়ার বিল পাড়ে বসন্ত মেলা বসানোর প্রস্তুতি নেয়। গত মাসের প্রথম সপ্তাহে মেলা চালু করনের প্রস্তুতি নিলে সাদিপুর গ্রামের সচেতন নাগরিকদের প্রতিবাদের মূখে মেলার আয়োজন বন্ধ হয়ে যায়। কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম জানান, মেলার আয়োজকদের মধ্যে জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের কিছু লোক জড়িত রয়েছে। মেলার আয়োজনকারীরা গত শনিবার থেকে মেলার স্থানে প্যান্ডেল তৈরীর কাজ চালিয়ে যাচ্ছে। আগামি শনিবার থেকে মেলার কার্যক্রম শুরু করা হবে। এলাকাবাসী বসন্ত মেলার নামে অসামাজিক কার্যকলাপ মদ, জুয়া, অশ্লিল যাত্রার আয়োজন ও তৈরীকৃত প্যান্ডেল আয়োজনকারিদের নিজ উদ্যোগে ভেঙ্গে না নেয়া হলে যে কোন মুহুর্তে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেলার প্যান্ডেল তৈরীর স্থানে গিয়ে আয়োজকদের পরিচয় জানতে চাইলে প্যান্ডেল তৈরীর কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা বন্ধন সমাজ কল্যান সংঘের সভাপতি মকছুদুল হক মকসুদ ও সেক্রেটারি মুজিবুর রহমান মেলার আয়োজন করেছেন। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্্র ভবন প্রাঙ্গনে প্রতিবাদ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিমের সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী দিলোয়ার হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মো: আব্দুল হক, জগদীশপুর দাখিল মাদ্রাসার সুপার খন্দকার মাওলানা রুহুল আমীন, শ্রীধরপাশা গ্রামের সমাজসেবী মাওলানা মতিউর রহমান, শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, কামার খাল মাদ্রাসার মুহতামিম আব্দুল হামিদ, সাদিপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আনিছুর রহমান, লুৎফুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি সদস্য ডা: হাবিবুর রহমান, ইকড়ছই আলিয়া মাদ্রাসার শিক্ষক কাজি জালাল উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার হল্দারকান্দি গ্রামের বিশিষ্ট মুরব্বী ডা: জিল্লুর রহমান, দক্ষিন সুনামগঞ্জের বুরমপুর গ্রামের মুরব্বী মাওলানা আব্দুল খালিক, তরুন সমাজসেবী আব্দুস সোবহান, ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের তরুন সমাজকর্মী মাওলানা তোফাজ্জুল হোসেন, জগদীশপুর গ্রামের সমাজসেবী আজাদ মিয়া, কাদিপুর গ্রামের সমাজসেবী মোহাম্মদ আলী, বালিকান্দি গ্রামের তরুন সমাজকর্মী লেবু মিয়া, জগদীশপুর গ্রামের সমাজসেবী মাওলানা আব্দুল গফ্ফার, পাড়ারগাঁও গ্রামের ফয়ছল আহমদ প্রমূখ। সভায় বক্তারা বসন্ত মেলার নামে অশ্লিল যাত্রাগান মদ জুয়ার আসর আয়োজকদের হুশিয়ারি দিয়ে শুক্রবার (২ মার্চ) জুমার নামাজের পূর্বে মেলা ভেঙ্গে না নেয়া হলে এলাকার সচেতন নাগরিকদের সাথে নিয়ে মেলা ভেঙ্গে দেয়া হবে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, কে বা কারা দক্ষিন সুনামগঞ্জ উপজেলার সীমান্তে মেলার আয়োজন করেছে তা জানা নেই। জগন্নাথপুরের কোন লোক জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/এস: