বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে শরীয়তপুরে বিএনপির লিফলেট বিতরণ

0
615

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শরীয়তপুর কোর্টের পশ্চিম গেটে এ লিফলেট বিতরণ করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম ও যুগ্ম সাধারন সম্পাদক ভিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু’র নেতৃত্বে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বি.এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, যুব সম্পাদক ইজাজুল ইসলাম খান মামুন, সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, সহ-কৃষি সম্পাদক বাবুল খান, সদস্য মাসুদ দেওয়ান, খলিলুর রহমান খান, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সজল মোল্যা প্রমূখ। এছাড়াও দুপুরে শরীয়তপুর কোর্টের দক্ষিণ গেটে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ভিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু ও সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের নেতৃত্বে পূনরায় লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সমর্থিত বিভিন্ন আইনজীবী ও দলীয় নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, প্রতিহিংসার বিচারে বন্দী; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্তে অবিলম্বে মুক্তি চাই। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। তারা আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। এসজন্য দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here