নিজেদের দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা

0
395

খবর ৭১:অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি কখন আসবে তা নির্ভর করে বিচারিক আদালতের ওপর। খালেদা জিয়ার আইনজীবীরা নিজেদের দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন এটা দুঃখজনক। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি। আইনী যুক্তিতে কথা বলেছি।

খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতা কি ছিলো তা জানতে চাইলে তিনি বলেন, এতিমের টাকা তারা আত্মসাৎ করেছেন এ কথা শুনলেই খালেদা জিয়ার আইনজীবীরা ক্ষেপে যান। আইনজীবীদের পেশাগত জায়গা থেকে তারা এটা করতে পারেন না।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতে খালেদা জিয়ার জামিন শুনানিতে তার আইনজীবীরা বক্তব্য (শুনানি) দিয়েছেন, আমরাও দিয়েছি। এখন আদালত মনে করলে তাকে জামিন দিতেও পারেন। তবে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আপিলেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল।

অন্য এক প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, আমাদের রাষ্ট্রপক্ষের একটি ব্যর্থতা রয়েছে। তা হলো, ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী দেশে অরাজকতা সৃষ্টির মামলাগুলোয় আমরা এখনো একটিরও বিচার শেষ করতে পারিনি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here