৫ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিস্কার, ১৬ জনকে জরিমানা

0
396

খবর ৭১ঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাগিংয়ের ঘটনায় সিভিল এন্ড এনভায়নমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে।  এদিকে র‌্যাগিংয়ের ঘটনায় শিক্ষার্থীদের বহিস্কারের ঘটনায় ক্ষোভ বেড়েছে ওই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। তারা দুপুর থেকে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ ও ক্যাম্পাসের গোলচত্বর অবরোধ করে রেখেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমদ জানিয়েছেন- নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাগিংয়ের ঘটনার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল। ওই কমিটির রিপোর্টের প্রেক্ষিতে বুধবার ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে দুই জনকে আজীবন, ২ জনকে দুই বছর করে ও একজনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া ১৬ জনকে জরিমান করা হয়েছে।  ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে সিভিল এন্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে তারা ক্যাম্পাসের গোলচত্বর এলাকা অবরোধ করে রেখেছে। এ কারনে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে পারছে না।  এ ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুল ফটক সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গেলো সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়া ৬ শিক্ষার্থীকে ছাত্রমেসে ডেকে নিয়ে রাতভর র‌্যাগিং করেছিল ওই বিভাগের সিনিয়র ২১ শিক্ষার্থী।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here