খবর৭১:সিরিয়ার পূর্বাঞ্চল ঘোতায় একের পর হামলায় বেসামরিক নাগরিক নিহতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের উপস্থিতিতে মঙ্গলবার মন্ত্রী পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিরিয়ার বিপর্যস্ত নাগরিকদের জন্য ত্রাণ সহায়তা পাঠানোর ব্যাপারে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঁচ ঘণ্টাব্যাপী যুদ্ধ বিরতির ডাকে সাড়া না দিয়ে পূর্ব ঘোতায় হামলা চালানো হয়েছে। এতে মাত্র দু ঘণ্টার ব্যবধানে দু’জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া এক সপ্তাহের বেশি সময়ধরে নতুন করে হামলায় সাড়ে পাঁচশর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে সিরিয়ায়।
জাতিসংঘের পক্ষ থেকেও বলা হয়েছে, সিরিয়ায় হামলা বন্ধ না হলে মানবিক বিপর্যয় ঘটতে পারে এবং দেখা দিতে পারে দুর্ভিক্ষ। তার পরেও একের পর এক বিমান হামলা ও অভিযান চালানো হচ্ছে। তবে দেশটির নাগরিকদের ঠিক কী পরিমাণ ত্রাণ সহায়তা কবে নাগাদ পাঠানো হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি সৌদি।
খবর৭১/জি: