খবর৭১:তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস ঢাকায় আসছেন ২ মার্চ (শুক্রবার)। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সফরে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার যাবেন তিনি। এছাড়া পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।
এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশসহ ২৪টি দেশের শান্তিরক্ষা সেনার প্রশিক্ষণ গত ২৬ ফেব্রুয়ারি রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হয়েছে। এটি চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।
খবর৭১/জি: