সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

0
400

খবর৭১:সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালী ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুন্ড ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকা ১৪ মিলিমিটার। আজ (বুধবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিট।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here