লোহাগড়ায় নিহত ইউপি চেয়ারম্যান পলাশ স্মরণে দোয়া অনুষ্ঠিত

0
509

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নিহত শেখ লতিফুর রহমান পলাশ এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিহত চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ এর আত্মার মাগফেরাত কামনায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) মোঃ আরাফাত হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি,এম কামাল হোসেন, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী বণি আমিন, ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুর ইসলাম কালু, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, লোহাগড়া ইউপি চেয়ারম্যান সিকদার নজরুল ইসলাম, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলাম, শ্রাবণ -শিশু,যুব,সাংবাদিক কণ্যাণ ফোরামের নড়াইল জেলা সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। পরে নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রসঙ্গতঃ গত ১৫ ফেব্রæয়ারি বেলা ১১টা ৪৫ এর দিকে লোহাগড়া উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিসের পাশে পাঁকা রাস্তার মোড়ে দিঘলিয়া ইউপির চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here