মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি ॥ ‘প্রগতির যাত্রা পথে মশাল জ্বালাও ভাষা-কৃষ্টির শক্তি নিয়ে বিশ্ব কাঁপাও’ এই শ্লোগান নিয়ে শায়েস্তাগঞ্জে দিন ব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব আগামীকাল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুর ২টায় শায়েস্তাগঞ্জ পৌর শহীদ মিনারে এ নাট্যোৎসবের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও শায়েস্তাগঞ্জ পৌরসভা।
নাট্যোৎসব ব্যবস্থাপনা উপকমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ফেডারেশানের অর্ন্তভুক্ত সিলেট বিভাগের ৮টি নাটকের দল তাদের নাটক মঞ্চস্থ করবে ।
পথ নাট্যোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব হারুন সাঁই বলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় পথ নাট্যোৎসবের আয়োজন করেছে। এবছর ভ্যানু হিসেবে নেয়া হয়েছে শায়েস্তাগঞ্জ। পৌর শহীদ মিনারে সিলেট বিভাগের ৮টি নাটকের দল অংশগ্রহণ করবে। ইতোমধ্যে উৎসবের সকল প্রস্তুতি সম্ভব ।
খবর ৭১/ইঃ