খবর ৭১ঃ ভারত থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ এনে প্যাকেটজাত করে ঢাকার নামিদামি হাসপাতালগুলোতে সরবরাহ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব ঔষধের অধিকাংশই আসছে আকাশ পথে। মেয়াদোত্তীর্ণ এসব ঔষধ দেশে আসার ক্ষেত্রে প্রতিটি ধাপে চলছে ঘুষ লেনদেন। জয়েন্ট কমিশনার থেকে পিয়ন পর্যন্ত উৎকোচ লেনদেনের প্রমাণপত্র পেয়েছে র্যাব। এ ক্ষেত্রে ১ লক্ষ টাকা থেকে ৫শত টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হচ্ছে। ইতিমধ্যে এপোলো হাসপাতালে এসব ঔষধ সরবরাহের নথিসহ প্রমাণ জব্দ করেছে র্যাব। পুরো বিষয়টি শীর্ষ প্রশাসনকে জানানো হয়েছে। পরে শীর্ষ প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নিতে র্যাব নির্দেশ দেওয়া হয়েছে। পরে ঘটনার সাথে জড়িত পলি ফার্মার মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতাবলে মামলা দায়ের করেছে র্যাব। ক্ষিলক্ষেত থানায় মামলা নম্বর-৭, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮। মামলার বাদি র্যাব-১ উত্তরার জেসিও মোঃ আরশাদুর রহমান।
খবর ৭১/ইঃ