সুন্দরগঞ্জে অপরিকল্পিতভাবে স্থাপিত ইটভাটায় তুঁতগাছ বিনষ্ট

0
646

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সুর্বণদহ মৌজায় অপরিকল্পিতভাবে স্থাপিত ইদভাটায় কাকড়া গাড়ি যোগে মাটি অনয়নে ৩’শ থেকে ৪’শ তুঁতগাছ বিনষ্ট করার অভিযোগ রয়েছে।
জানা যায়, এব্যাপারে গত ১৯ ডিসেম্বর সংশ্লিষ্ট ব্লকের তুঁতগাছ পাহাড়াদার আব্দুল হামিদ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ্য করেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সমন্বীত শীর্ষক রেশম উন্নয়ন বোর্ডের গৃহীত প্রকল্পে এক দিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আয়বন্ধক ও লাভ জনক। অপর দিকে গ্রামের হতদরিদ্রদের কর্মসংস্থান ও সাবলম্বি হিসেবে গড়ে তোলা। রাস্তার দু’ধারে লাগানো এসব তুঁতগাছ বিনষ্ট করে কাকড়া গাড়ি চালকরা ইটভাটায় মাটি অনয়ন করছে। এতে প্রকল্পের কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে সুন্দরগঞ্জ রেশম সম্প্রসারণ পরিদর্শক- রেশম প্রতিপাদক জয়নাল আবেদীন বলেন নজরুল মেনু ফ্যাকসুর‌্যাল বিক্সের মাটি অনয়নে কাকড়া গাড়ি চালকরা রেশম প্রকল্পের ব্যাপক ক্ষতি সাধিত করেছে। এব্যাপারে অভিযোগ করা হয়েছে তা ইউপি চেয়ারম্যানের নিকট তদন্তাধীন রয়েছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান বলেন- বিষয়টি সমাধানের পথে। উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া বলেন- অভিযোগ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here