পাইকগাছায় প্রভাবশালীরা জোরপূর্বক দখল করে নিয়েছে ভূমিহীনদের ১৫ একর সম্পত্তি

0
507

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে ভূমিহীনদের সম্পত্তি জবর দখল ও তা ভিন্নখাতে প্রবাহিত করতে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূমিহীনদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের আরাজি ভবানীপুর ও শ্রীকণ্ঠপুর গ্রামের ৮৪ টি ভূমিহীন পরিবার ১০/৮৯-৯০ নং মিস কেসের মাধ্যমে ৯২-৯৩ সালে ৭১ নং কুলে শ্রীকণ্ঠপুর মৌজায় সাবেক ১২৩ খতিয়ানের, এসএ ৮৮ ও ডিপি ৫৭ নং খতিয়ানে ৯৫ একর জমির বন্দোবস্ত পান। এরপর থেকে ঐ পরিবারগুলো মৎস্য ও ধান চাষ এবং লীজ ঘের দিয়ে হারির টাকা নেওয়ার মাধ্যমে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। এমন অবস্থায় সম্প্রতি তারা ডাঙ্গার বিল এলাকার প্রায় সাড়ে ১৫ একর জমি লীজ না দিয়ে নিজেরা বাঁধ দিয়ে ঘের করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টিকে ভালভাবে নেয়নি স্থানীয় আরাজি ভবানীপুর গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে রুস্তম সরদার ও শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত ছোরমান সরদারের ছেলে আব্দুস সামাদ সরদার গংরা। তারা ঐ সম্পত্তির ভুয়া কাগজ পত্র তৈরী কওে সম্প্রতি ভূমিহীনদের প্রস্তুতকৃত সাড়ে ১৫ একর সম্পত্তি জোরপূর্বক দখলে নিয়ে তাদের ঘের ও সম্পত্তির সাথে এক করে নিয়েছে। এঘটনায বাঁধা দিতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অভিযোগ ও মামলার ভয় দেখিয়ে ভূমিহীনদের হয়রানী করে আসছেন বলে অভিযোগ করেছেন তারা। এ ব্যাপারে দখল উচ্ছেদে গত ৮ ফেব্রুয়ারী নিজাম উদ্দীন গাজী, ইদ্রিস গাজী, লোকমান গাজী, ছহিল উদ্দীন মোড়ল, গণি গাজী ও হান্নান গাজী সহ ভূমিহীন পরিবারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বরাবর রুস্তম, সামাদ গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে জেলা পুলিশ সুপার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here