খবর ৭১:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একটি ধানের ক্ষেত থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পত্তন এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার পত্তন এলাকায় একটি বিলের ধানের ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
বিজয়নগর থানার ওসি মো. আলী আর্শাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই তরুণীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
খবর ৭১/ এস: