আরজেএফ’র সদস্য সাংবাদিকদের জন্য পিআইবি’র বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
385

ঢাকা: রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সদস্য সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত ৩দিন ব্যাপী (গত ১৫-১৭ ফেব্রুয়ারি) বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা (আবাসিক) অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করেন পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য স্বপন সাহা। এসময় উপস্থিত ছিলেন, পিআইবির পরিচালক (প্রশিক্ষণ) আনোয়ারা বেগম ও সহকারি পরিচালাক (প্রশিক্ষণ) তানিয়া পারভীন। ৩দিন ব্যাপী এই কর্মশালায় রির্সোসপার্সন ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শবনম আজিম, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বাংলা ভিশনের বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, মোহনা টিভির হেড অব নিউজ রহমান মোস্তাফিজ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজিম, চ্যানেল আই’র বার্তা সম্পাদক মীর মাশরুর জামান। কর্মশালায় আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আল আমিন (শাওন), সাংগঠনিক সম্পাদক সেকান্দার আলম শেখ, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম খান সজল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ (বিভিন্ন গণমাধ্যমের) ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here