খবর৭১: আবারও জুটি বাঁধছেন শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী। ‘শিকারী’ সিনেমায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তারা। এবারে তাদের নতুন ছবি ‘ভাইজান এলো রে’।
বুধবার (২১ ফেব্রুয়ারি) কলকাতায় ছবিটির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে।
‘ভাইজান এলো রে’ পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে সেই এসকে মুভিজ। তবে সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে কি-না জানা যায়নি।
পরিচালক জানান, আবারো চমক দেখাবে শাকিব ও শ্রাবন্তী জুটি। শিগগিরই শুটিং ফ্লোরে যাবে সিনেমাটি। দৃশ্যায়ন হবে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ড। মুক্তি পাবে ঈদুল ফিতরে।
সিনেমাটিতে অভিনয় করবেন রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি ছাড়াও কলকাতা ও বাংলাদেশের অনেকেই।
এদিকে মিডিয়াপাড়ায় ‘বয়ফ্রেন্ড’ নামের একটি সিনেমায় শাকিব-শ্রাবন্তীর যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছিল। পরে তা আর খবরে পরিণত হয়নি।
খবর৭১/এস: