শিবগঞ্জ (বগুড়া): কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়া শিবগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যেগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, শিবগঞ্জে উপজিলা সমবায় দলের সভাপতি মাহাবুর রহমান মবু, সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, বিএনপির নেতা সোহরাব আলী, ছাত্রদল নেতা সাজু, শুভ প্রমূখ।
অনুষ্ঠানে সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেন, মিথারও একটা সিমা আছে। যেখানে বেগম খালেদা জিয়ার মত একজন বড় মাপের নেতার প্রশ্নবোধক চিত্র উল্টে দিয়ে দাড়ি (।) ব্যবহার করে, দুর্নীতি স্বীকারোক্তি বলে ধরে নেয়া হয়। তারা পারেনা কি ? জাল, জালিয়াতি, করে যে ভাবে সাজা দেখানো হচ্ছে, তাদের স্মরণ করতে হবে বিচারের কাটগড়ায় তাদেরও দাঁড়াতে হবে। আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ তাদের দলের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল। তাদের জন্য আইন আদালত নেই ? তারা মিথ্যা সাজা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আহবান জানায়। এতে সরকারের নাকি কোন হাত নেই? বাংলাদেশের মানুষকে ছেলে ভুলানোর কথা বলে লাভ নেই, আওয়ামীলীগকে সবাই চেনে। গত ৯ ফেব্রয়ারী টিআইবির এক রিপট প্রকাশিত হয়েছে, রানা প্লাজার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর তহবিলের সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ১২৭ কোটি টাকা, এখনো অব্যবহিত আছে ১০৮ কোটি টাকা, বন্টনের ক্ষেত্রের অসচ্ছতা রয়েছে। রানা প্লাজার প্রধানমন্ত্রীর তহবিলে ১০৮ কোটি টাকা এখন কোথায়? এর হিসাব কে দেবে? গণতন্ত্রে আর আইনের শাসন সত্যিকার অর্থে ফিরিয়ে আনুন, মিথ্যা সাজা প্রতাহার করুন, না হলে জনগনই এর জবাব দিবে।
খবর৭১/এস: