খালেদার মামলা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান হাছানের

0
298

খর৭১: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে আইনি ভাবে মোকাবেলা করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘এটা দিবালকের ন্যায় স্পষ্ট খালেদা জিয়ার স্বাক্ষরেই জিয়া অরফারেন্স ট্রাস্টের টাকা উত্তোলন করা হয়েছে। এটা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে তারা সফল হবে না। খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মায়া কান্না করলেও বিশ্বসম্প্রদায় খালেদা জিয়ার দুর্নীতির জন্য মায়া কান্না দেখায়নি।’

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘অমর ২১শে, বর্তমান প্রেক্ষাপট -চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

খালেদা জিয়ার শৈশব থেকে উর্দু প্রীতি মন্তব্য করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাশ করে বাংলাতে ফেল করেছেন। তিনি উর্দুকে ভালোবাসতেন। তাই তিনি উর্দুতে পাশ করেছেন। ভাষা দিবসে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাদের ভারাক্রান্ত হওয়ার কিছু নেই।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আগামী একাদশ নির্বাচন বর্জন করলে বিএনপির আত্মহনন প্রক্রিয়া সম্পন্ন হবে। এখনই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে দল বড় নাকি দুর্নীতিবাজ দল প্রধান।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জোটের উপদেষ্টা সারাহ বেগম কবরী প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here