আশুলিয়ায় ফার্নিচার কারখানায় আগুন

0
319

খবর৭১: সাভারের আশুলিয়ায় মধ্যরাতে একটি ফার্নিচার তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বুধবার দিবাগত রাত একটার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় আমির হোসেনের মালিকানাধীন লেগেসী নামে একতলা টিনসেডের ফার্নিচার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে প্রথম ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও পরে সাভার ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। তারা প্রায় দেড় ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় পুরো কারখানা ও এর ভেতরে থাকা সমস্ত মালামাল।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here