সালেহীন সোয়াদ, মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। মেগচামী ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয়, দলীয়,কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক আঃ হালিম মাষ্টার, মো. তারেক শেখ, যুবলীগ সভাপতি রঞ্জন কুমার , সাধারন সম্পাদক ইরান মৃধা, সাংবাদিক মতিয়ার রহমান মিঞা প্রমুখ । মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের আয়োজনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ১ মিনিট নিরবতা পালন, প্রভাত ফেরি শেষে গভর্ণিং বডির সভাপতি মতিয়ার রহমান মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহকারি শিক্ষক ক্ষিতিশ চন্দ্র দাস, সহকারি শিক্ষক হাজেরা খাতুন ,পিটিএ সবাপতি আঃ রাজ্জাক সরদার প্রমুখ।
খবর৭১/এস: