বগুড়া: বগুড়া শিবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যেগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা দেয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ মিছিলে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। মিছিলে নেতৃত্ব দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজে বেগম জ্যোতি। এছাড়াও উপস্থিত ছিলেন, শিবগঞ্জে উপজিলা সমবায় দলের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, ছাত্রদল নেতা সাজু, কাউছার, সুমন, বিদ্যুৎ প্রমুখ।
খবর৭১/এস: