ফুটওয়্যার প্রফেশনাল এসোসিয়েশেন অফ বাংলাদেশ(এফপিএবি) এর মাসিক সাধারণ সভা

0
968

খবর ৭১:ফুটওয়্যার প্রফেশনাল এসোসিয়েশেন অফ বাংলাদেশ(এফপিএবি) এর ২৪ তম মাসিক সাধারণ সভা গত ১৭ই ফেব্রুয়ারী ১৮ তারিখে চট্রগ্রাম নগরীর “গ্রীডি গাটস” রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব শাদমানুল আনোয়ার খান (ইভান) এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের পরিচালনা কমিটির সদস্য জনাব জাহিদ ইজাজ,বাবু সজীব বড়ুয়া,জনাব সামসুল আলম সোহেল। সভায় বক্তারা আগামী ২রা মার্চ ২০১৮ তারিখে সংগঠনের ২য় বর্ষপূতি উপলক্ষে নানামুখী কর্মসূচী ঘোষনা করেন সাথে সংগঠনের উপদেষ্টা শামীম আকবর চৌধুরীকে আহ্বায়ক করে ১৩ সদস্যের ২য় বর্ষপূতি অনুষ্ঠান পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। বক্তারা ২য় বর্ষপূতি অনুষ্ঠানে ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, গাজীপুর, বরিশাল এবং সকল বিভাগীয় জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পরিচালনা কমিটির সদস্য, কার্যকরী কমিটির সদস্য , এবং সকল সাধারণ সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here