কঠোর অস্ত্র আইনের দাবিতে ট্রাম্পের সমর্থন

0
313

খবর৭১: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র বিক্রির আগে আগ্নেয়াস্ত্রের মালিক সম্পর্কে আরও পরীক্ষা করে দেখার বিষয়টিতে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সেরাহ স্যান্ডার্স সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্যান্ডার্স বলেন, এ বিষয়ে ট্রাম্প রিপাবলিকান সিনেটর জন কর্নিনের সঙ্গে কথা বলেছেন। কর্নিন এর আগে ক্ষুদ্র অস্ত্রের বিক্রি নিয়ন্ত্রণের জন্য একটি বিল উত্থাপন করেছিলেন। ওই বিলটির বিষয়বস্তু নিয়ে তার সঙ্গে আলাপ করেছেন ট্রাম্প।

নাগরিকদের অস্ত্র হাতে রাখার বিষয়ে ট্রাম্পের পক্ষপাতিত্ব থাকলেও গত সপ্তাহে ফ্লোরিডার স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহতের পর, দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, অস্ত্র আইন সংশোধনের দাবিতে আগামী ২৪শে মার্চ লংমার্চের ডাক দিয়েছে ফ্লোরিডার হা স্কুলে বন্দুক হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here