খবর৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে আজ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রায়ের ১২ দিন পর এ মামলার সত্যায়িত অনুলিপি পেয়েছেন তাঁর আইনজীবীরা।
অনুলিপি পাওয়ার পর খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, মঙ্গলবার খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করবেন। পাশাপাশি বেগম জিয়ার বিরুদ্ধে দেওয়া সাজার রায়ের বিরুদ্ধেও আপিল আবেদন করবেন।
সোমবার রাতেই রায়ের অনুলিপি পাওয়ার পর আপিল করতে বৈঠক করেছেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ আইনজীবীরা। বৈঠকের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘অনেক বড় রায়। রায়ের খুটি নাটি দেখা হচ্ছে। কোন গ্রাউন্ডে আপিল দায়ের হবে তা এখনি বলা যাচ্ছেনা। আমরা মঙ্গলবার সকাল নয়টায় সুপ্রিম কোর্টে এ নিয়ে আবারো বসবো। আশা করছি মঙ্গলবারই আপিল দায়ের করতে পারবো।’
গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বন্দী আছেন।
খবর৭১/জি: