ইবির হিসাব বিজ্ঞান বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

0
287

রুমি নোমান ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আব্দুস শহীদ মিয়া। অধ্যাপক আব্দুস শহীদ মিয়া সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. সেলিনা নাসরীনের স্থালাভিষিক্ত হন।

সোমবার (১৯ ফেব্রুয়ার) বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন অনুষদের ২১২ নং কক্ষে এ দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি হিসেবে অধ্যাপক ড সেলিনা নাসরীনকে তিন বছরের জন্য দায়িত্ব প্রদান করেন।

গত ১৪ ফেব্রুয়ারি তার তিন বছর মেয়াদ শেষ হয়। পরে ১৫ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ওই বিভাগের অধ্যাপক আব্দুস শহীদ মিয়াকে নতুন সভাপতি হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব প্রদান করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here