শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতায় নড়াইলের আমাদা আদর্শ কলেজ প্রথম

0
268

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
:শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা বিষয়ক প্রতিযোগিতায় নড়াইলের আমাদা আদর্শ কলেজ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোহাগড়ার সাতটি কলেজ ও আলিম মাদরাসা অংশগ্রহণ করে। এর মধ্যে ঐহিত্যবাহী আমাদা আদর্শ কলেজ প্রথম হয়েছে। জাতীয় সংগীত প্রতিযোগিতায় আমাদা আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থী শ্রাবণী খাতুন, রাবেয়া, রোকেয়া, লিজা, সোনিয়া, মুন্না হাওলাদার, সাজ্জাদ হোসেন, অর্পণ, শাহরিয়ার ও ইকরামুল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া স্কুল পর্যায়ে পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর আগামি ২৬ ফেব্রয়ারি জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা বিষয়ক প্রতিযোগিতায় আমাদা আদর্শ কলেজ এবং লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here