খবর৭১:জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্রতিনিধিঃ
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে আজ থেকে ২দিনব্যাপী ফুলের মেলা শুরু হয়েছে। মেলায় গোলাপ, চাইনা গোলাপ, জারবেরা, গ্লাডিউলাস, গাঁদা, ভুট্টা, রজণীগন্ধা, চেরী ইত্যাদি ফুলের সমাহার । প্রায় ৩ দশক ধরে বানিজ্যিক ভাবে উৎপাদিত ফুল চাষের মধ্যে ব্যাতিক্রমী এ আয়োজন করা হয়েছে। মেলায় উদ্বোধনী দিনে আয়োজকরা ৫ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট নিয়েছেন। মেলা চলবে আজ সহ দুই দিন (১৯ ও ২০ ফেব্রুয়ারী)। ২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করেন, এ অঞ্চলের ফুল চাষের জনক কৃষক শের আলী সরদার ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছর বিভিন্ন দিবস উপলক্ষে যেমন, ১৪ ই ফেব্রয়ারী বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রয়ারী, ১৬ ডিসেম্বর এ অঞ্চলে ফুলপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে ২১ ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাভারন, নির্বাসখোলা ইউনিয়নের বিভিন্ন ফুল বাজার ও ফুলক্ষেতে ফুলপ্রেমী মানুষের ও ভ্রাম্যমান ফুল ব্যবসায়ীদের ভিড় জমে। বিছিন্ন ভাবে ফুলপ্রেমী মানুষ ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এ অঞ্চলের ফুলচাষের জনক কৃষক শের আলী সরদার এই ফুল মেলার আয়োজন করেন। ফুলের মেলা উপলক্ষে গত ২দিন এ অঞ্চলে মাইকিংসহ বিভিন্ন প্রকার ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার করা হয়েছে।
খবর৭১/জি: