খবর৭১:ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে জড়িত থাকায় ইরাকে এক তুর্কি নারীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। রোববার একই আদেশে আরও ১১ নারীকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ১২ নারীর মধ্যে একজন আজারবাইজানের, বাকিরা সবাই তুরস্কের নাগরিক বলে জানা গেছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত তুর্কি নারী জানান, আইএসে যোগ দিতে স্বামী ও সন্তানের সঙ্গে স্বেচ্ছায় ইরাকে পাড়ি জমিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমার স্বামীকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছিল। এ কারণে, আমাদের তুর্কি ছাড়তে হয়েছিল। একটি ইসলামি রাষ্ট্রে বসবাস করতে চেয়েছি আমরা, যেখানে শরীয়া আইন কার্যকর আছে।
দণ্ডপ্রাপ্ত অপর নারীরা জানান, তাদের স্বামীরা তাদের সঙ্গে প্রতারণা করে ইরাকে নিয়ে এসে আইএসে যোগ দিতে বাধ্য করেছেন। তাদের সবার স্বামী ইরাকি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হন।
আইনজীবিরা জানান, এসব নারী তাদের স্বামীদের দ্বারা প্রতারিত হয়েছেন। তারা ইরাকে আসতে চাননি।
কোনো সহিংসতায় জড়ানোর ইচ্ছাও তাদের ছিল না। কিন্তু সন্ত্রাসবিরোধী আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের সবাই অভিযুক্ত বলে প্রমাণিত হয়েছেন।
তথ্যসূত্র: আলজাজিরা
খবর৭১/জি: