শায়েস্তাগঞ্জে ট্রাক্টর-কার সংঘর্ষে নিহত ২

0
414

খবর৭১:মঈনুল হাসান রতন, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামকস্থানে ট্রাক্টর ও প্রাইভেটকার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনাটি ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার আব্দুল আলীমের পুত্র এম. এ মাসুদ আলীম (৩২) ও সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী গ্রামের নুরু মিয়ার পতু প্রাইভেটকার চালক মোঃ মামুন আহমেদ।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিকুল ইসলাম নিহতের বিষয়টি করাঙ্গীনিউজকে নিশ্চিত করেন ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here