ইতালি ও ভ্যাটিকান সিটির সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিনের সরকারি সফরে ইতালি ও ভ্যাটিকান সিটিতে ছিলেন। এ সময় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে আইএফএডি’র বার্ষিক পরিচালনা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করেন তিনি।
প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন। তিনি পোপ ও ভ্যাটিকান সিটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন
খবর৭১/জি: