খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাৎ

0
358

খবর৭১: রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে খালেদা জিয়ার সাথে তারা কথা বলেন বলে কারা সূত্রে জানা গেছে।

বিকেলে কারাগারে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দারে স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভীক এস্কান্দার এবং ভাতিজা মামুন ও ভাতিজি আতিফা ইসলাম।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বন্দী আছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here