উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের সোহাগ হোসেন নামের নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাচুঁড়ী ইউনিয়নের সুমেরুখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সোহাগ উপজেলার চাচুঁড়ী ইউনিয়নের সুমেরুখোলা-হাড়িয়ারঘোপ গ্রামের আব্দুল মজিদের ছেলে। কালিয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ শমসের আলী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহাগ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই মাদক ব্যবসায়ীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে নড়াইল সদর থানায় ৭ জন, লোহাগড়া থানায় ১০ জন, কালিয়া থানায় ৮ জন এবং নড়াগাতী থানায় ৬ জন রয়েছে। নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি) তাঁর বক্তব্য বলেন, নড়াইলকে জঙ্গী সন্ত্রাস ও মাদক, নির্মূলে। পুলিশ টেকসই আইন-শৃঙ্খলার উন্নয়ন, নিজেদের ভাবমূর্তি উন্নয়ন ও জন প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে । আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
খবর৭১/এস: