খবর৭১: আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে অধ্যাপক ফারজানা ইসলামেরর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আচার্যের আদেশের চিঠি এখনও আমার কাছে আসেনি। তবে শুনেছি রাষ্ট্রপতি মহোদয় আমাকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়ে সকল ফাইলে স্বাক্ষর করেছেন।”
উল্লেখ্য, ২০১৪ সালের ২ মার্চ উপাচার্য প্যানেল নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন। আগামী মার্চ মাসের ২ তারিখে তার মেয়াদ শেষ হওয়ার আগেই মাননীয় আচার্য মহোদয় বুধবার তাকে আবারও দায়িত্ব দেন।
এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে গত ১৫ দিন যাবত বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির ও তার পক্ষের আওয়ামীপন্থি শিক্ষক ও সিনেটররা। তারা মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছে- নির্বাচন ছাড়া কোনও উপাচার্যকে মেনে নেয়া হবে না।
খবর৭১/এস: