ক্ষমতা চিরকাল থাকে না: নেতাকর্মীদের কাদের

0
417

খবর৭১: দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করুন। ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল থাকে না।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ধুলট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী ধামরাইয়ের বালিয়া-ওয়ার্সি-মির্জাপুর সড়কের চৌহাট বংশী নদীর ওপর প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সময় অপরাধ করে কেউ পার পাবে না। আওয়ামী লীগের শত শত নেতাকর্মী জেলে। দুজন মন্ত্রী দুদকের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। সিরাজগঞ্জের পৌর মেয়র ও টাঙ্গাইলের এমপি কারাগারে। এ থেকেই প্রমাণিত হয়, শেখ হাসিনার হাত থেকে অপরাধীদের পার পাওয়ার উপায় নেই।’

জনগণের সঙ্গে ভালো ব্যবহার না করলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে মন্তব্য করে কাদের আরও বলেন, ‘জনগণকে খুশি রাখতে হবে। কারণ, জনগণই ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। অতএব জনগণের পাশে থাকুন, তাদের জন্য কাজ করুন।’

ঘুষ-দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এমপির পিএস, এপিএস কমিশন খান, কিন্তু এমপি ভালো লোক। তাতেও কিন্তু লাভ নেই। কারণ, আপনি যতই ভালো হন, আপনার পাশের লোক যদি খারাপ কাজ করে তার দায় এড়াতে পারবেন না।’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘৬-৭ মাস পরই নির্বাচন। দলকে সংগঠিত করুন। এখনই সদস্য সংগ্রহ করতে হবে। ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে।’

তবে দল ভারী করার জন্য কোনও খারাপ লোক, চিহ্নিত সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধীদের যেন জায়গা না দেয়া হয় সেদিকেও খেয়াল রাখার কথা বলেন মন্ত্রী।

খালেদা জিয়ার সাজার বিষয়ে বিএনপির সমালোচনার জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক মামলা করেছিল ফখরুদ্দীন সরকারের আমলে। আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল না। কিন্তু বিএনপির বলছে, আওয়ামী লীগ মামলা সাজিয়েছে। তাদের ডাকে কেউ রাস্তায় নামবে না। মরা গাঙ্গে জোয়ার আসে না।’

বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিনেমা দেখেন- এমন মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপি এখন দেশের বিষয়ে বিদেশিদের ডেকে এনে নালিশ করছে। বিদেশিরা এসেতো সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করবে দেশের জনগণ।’

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য এমএ মালেকের সভাপতিত্বে জনসভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির, ঢাকা জেলা আ্ওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here