খবর৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে বিশেষ আদালতের ঘোষিত রায়ের অনুলিপি বুধবারও হাতে পাননি আইনজীবীরা।
বুধবার বিকালে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রায়ের সার্টিফায়েড কপি আজও পাইনি আগামীকাল পাব বলে আশা করছি।’
জানা গেছে, মূল রায় ৬৩২ পৃষ্ঠা হলেও রায়ের অনুলিপি হবে ছয় হাজার পৃষ্ঠার বেশি। ওই অনুলিপি হাতে আসার পরই জামিনের জন্য আপিল করতে পারবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার এই আপিলের প্রস্তুতি রয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবীরা।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
খবর৭১/এস: