নড়াইলে বিশ্ব ভালোবাসা দিবসে পথ শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করল তরুণরা

0
364

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: সতেজ, প্রন্তবন্ত ও তাদের মধ্যে হাসি খুশি ছড়িয়ে দিতে বিশ্ব ভালোবাসা দিবসে শিশুদের মধ্যে ফুল ও খাবার বিতরণ করল নড়াইলের স্কোয়াড কিলার ও আমরা ‘ক’ জন দল। বুধবার  বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটি যেন বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের জন্য প্রিয় একটি দিন। প্রতি বছর এ দিনটিকে পরিপূর্ণতা দানের আশায় তীর্থের কাকের মতো প্রতীক্ষা করেন অনেকে। এ দিনে ভালোবাসার মানুষটির সাথে কাটানো প্রত্যেকটি মুহুর্ত যেন স্মৃতির অলিন্দে নতুন এক অধ্যায়ের সূচনা করে। নড়াইলের স্কোয়াড কিলার ও আমরা ‘ক’ জন দলের মির্জা গালিব সতেজ এর উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলে ভালোবাসা প্রকাশ করা হলো শিশুদের নিয়ে। শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদের মধ্যে লুকিয়ে আছে অনেক প্রতিভা। এই প্রতিভা যে অন্য দিকে ছড়িয়ে না পড়ে বা অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার না করা হয় এজন্য নড়াইলের আমরা স্কোয়াড কিলার ও আমরা ‘ক’ জন দলের মাধ্যমে শিশুদের নিয়ে পালন করা হলো বিশ্ব ভালোবাসা দিবস। বুধবার  ১০টায় নড়াইলের বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে বিশ্ব ভালোবাসা দিবসে এ কর্মকান্ড পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম, আমরা ‘ক’ জন দলের এস.এম শাহ পরান, সোহেব, সাদিক, মীম, শাম্মা, যুথী, দৃষ্টি, অনু, মুজাহিদ, সাকিব, পিয়াস, তাসকিন, আপন, মুন্না, নুর নবী, ইমাম, সকাল, সেতু, রিশাদ, রজিবুল, মুজাহিদ, সোহাগ সহ আরো অনেকে। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, আকতার হোসেন মোল্যা বাগঙ্গা,দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, চ্যানেল নাইন এর ইমরান হোসেন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের বুলু দাস, সাজাদ তুহিন প্রমুখ।

 

 

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here