খবর৭১:যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া। নির্বাচনে মস্কোকে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ড্যান কোটস এ কথা বলেছেন।
জানা গেছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেশটির গোয়েন্দা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।
সিনেটে ড্যান কোটস বলেন, ‘নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রুশ সরকার। ওই নির্বাচনে মস্কোকে একধরনের হুমকি। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালাতে পারে রাশিয়া, যা একটা পক্ষকে সুবিধা দেবে। ‘
সিনেটে দেওয়া বক্তব্যে অন্য গোয়েন্দারাও একইধরনের অভিমত প্রকাশ করেন বলে জানা গেছে।
খবর৭১/জি: