যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

0
384

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন।।যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। তবে এসময় কোনো অপরাধীকে আটক করা যায়নি। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।বিজিবি জানায়, তাদের নিজস্ব গোয়েন্দাদের সরবরাহ করা তথ্যের মাধ্যমে জানা যায়, বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছে। ওই স্থানে বিজিবি অভিযান চালালে অপরাধীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জানা যায়, উদ্ধার করা আগ্নেয় অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here