জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বসন্ত বরণ উৎসব উদযাপিত হয়েছে। সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এ বসন্ত বরণ পালন করা হয়। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে বাসন্তী রাঙা সাজে নানা বয়সী মানুষের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার দিনভর বাসন্তী রাঙা সাজে নানা বয়সী মানুষের পদভারে ফাউন্ডেশন অঙ্গন মুখরিত ছিল। এ ফাউন্ডেশনে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
ফাউন্ডেশনে লোকজ মঞ্চে জগতের সকল আঁধার অমঙ্গল বিদূরীত করার ব্রত নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশিষ্ট লেখক বিলু কবীরের উপস্থাপনায় ‘বাঙালির লোককাজে নৌকা’ শীর্ষক সেমিনার পঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি শাহেদ কায়েস, শিল্পী একেএম আজাদ সরকার প্রমুখ।লোকসংগীত পরিবেশন করেন শিল্পী শরীফ সাধু, এম.বিজয়, জালাল দেওয়ান, লাভলী শেখ, শাহীন হাওলাদার প্রমুখ।
বসন্ত বরণ সন্ধ্যায় মনোজ্ঞ লোকসংগীত পরিবেশন করেন রন শিল্পী শরীফ সাধু, এম.বিজয়, জালাল দেওয়ান, লাভলী শেখ, শাহীন হাওলাদার প্রমুখ।
আলোচনা শেষে সন্ধ্যায় অগ্নিবীণা ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দ মনোজ্ঞ লোকসংগীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খবর ৭১/ ই: