জহিরুল ইসলাম মৃধা,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে এ ল্যাপটপ দেওয়া হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার আফম জাহিদ ইকবাল,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, প্রিন্সেস হাফেজা জামাল হেলালী, তাসলিমা আক্তার, লোরা আহমেদ, শাহনাজ পারভীন, সোনারগাঁ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁওয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন চলছে। আগামীতে প্রাথমিক শিক্ষক ও বিদ্যালয়ের সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।
খবর ৭১/ ই: