আন্দোলনে নয়, মানুষ নিবার্চনী মুডে: কাদের

0
297

খবর৭১: দেশের মানুষ এখন আর আন্দোলনের মুডে নেই, নিবার্চনের মুডে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপির ডাকে বিগত নয় বছর জনগণ সাড়া দেয়নি। জনগণ সাড়া না দিলে গণআন্দোলন হবে না। নেতারা যদি আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে, তাহলে আন্দোলন কীভাবে সম্ভব? খালেদা জিয়ার জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ কী এখন বিএনপির জন্য রাস্তায় নামবে?’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল রেডিসনের বিপরীত পাশে এয়ারপোর্ট রোডে বিআরটিএ এর নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘খালেদা জিয়ার আপিলের সুযোগ আছে। জামিন দিবে কিনা, সিদ্ধান্ত নিবে আদালত। আদালতের সিদ্ধান্তের বিষয়, তার (বেগম খালেদা জিয়া) কারাবাস প্রলম্বিত হবে কিনা আদালতই ভালো জানেন। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

মন্ত্রী বলেন, ‘তারা (বিএনাপির নেতারা) একবার বলছে যেকোনো পরিস্থিতিতে নিবার্চনে যাবে, আবার বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। তারা আসলে কোনটা চায়? বিএনপির মতো বড় দল নির্বাচন আসুক আমরা চাই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেজন্য বিএনপির মতো বড় দলের নির্বাচনে থাকাটা দরকার।’

আওয়ামী লীগ চায় না বিএনপি ভাঙ্গুক, চেষ্টাও করবো না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভাঙ্গার জন্য বিএনপি নিজেরাই দায়ী হবে। বিএনপির সংকট আমরা ঘনিভূত করবো না। তাদের সংকট ঘনিভূত করার জন্য তারেক রহমানই যথেষ্ট।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here