খবর৭১:সিরিয়ায় সরকারিবাহিনীর সাথে ইসলামী স্টেট (আইএস) গ্রুপের সদস্যদের সংঘর্ষে ৩২ জন আইএস জিহাদী নিহত হয়েছে। দেশটির ইদলিব প্রদেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ব্রিটেন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটির ফর হিউম্যান রাইটস’ এ তথ্য নিশ্চিত করেছে।
সিরিয়ান অবজারভেটির ফর হিউম্যান রাইটস-র প্রধান রামি আদেল রহমান বলেন, ‘শনিবার সিরিয়ার সরকারী বাহিনীর সাথে আইএস জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন আইএস সদস্য নিহত হয়েছে। ’
প্রসঙ্গত, গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর অনুগত সৈন্যরা ইদলিব পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। সিরীয় বাহিনী শুক্রবার ইদলিব প্রদেশ থেকে আইএসকে নির্মূল করার ঘোষণা দেয়ার পর সর্বশেষ এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর৭১/জি: