মেরিকে অবমাননায় তিন মুসলিমকে কুরআন মুখস্তের শাস্তি খ্রিস্টান বিচারকের

0
372

খবর ৭১: যীশু খ্রিষ্টের মা মাদার মেরিকে অবমাননায় তিন মুসলিম যুবককের কারাদ- না দিয়ে কুরআনের একটি অংশ মুখস্ত করার শাস্তি দিলেন লেবাননের একজন খ্রীস্টান বিচারক। ফলে তার এ রায়কে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সা’দ হারিরি ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। খবর: আল আরাবিয়া

ওই খ্রিস্টান বিচারকের নাম জোসলিন মাতা। তিনি দেশটির তুরাবলুস শহরের একজন বিচারক। তার এ রায়কে খ্রীস্টান ও মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরিতে যুগান্তকারী ভূমিকা হিসেবে দেখা হচ্ছে। বিচারক জোসলিন মাতা রায় ঘোষণার সময় বলেন, ‘আইন শুধু একটি জেলখানা নয়, একটি পাঠশালাও।’

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননার দায়ে ওই তিন মুসলিম যুকবকে আদালতে তোলার পর বিচারক বলেন, ‘ওই তিন যুবককে কুরআনুল কারীমের সুরা আল ইমরানের ৩৩ নাম্বার আয়াত থেকে ৫৯ নাম্বার আয়াত পর্যন্ত মুখস্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে। যেসব আয়াতে যীশু খ্রিস্ট ও মাদার মেরির কথা আলোচনা করা হয়েছে। যাতে করে তারা ইসলামের সহনশীলতা ও মাদার মেরির প্রতি ভালোবসা শিখতে পারে।’ তিনি এসময় এসব আয়াত মুখস্ত করার আগ পর্যন্ত তাদের জেল থেকে মুক্তি না দেওয়ারও নির্দেশ দেন’।

প্রধানমন্ত্রী সাদ হারিরি তার টুইটারে জোসলিন মাতার পদক্ষেপের প্রশংসা করে বলেন, এ রায় মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে পারস্পরিক সম্পর্কের শিক্ষা দেয়।

দেশটির দুর্নীতি দমনমন্ত্রী নিকোলাস তুনিও জোসলিন মাতার প্রশংসা করে বলেন, তার এ সিদ্ধান্ত সামাজিক সমস্যা এবং ধর্মীয় অসহিষ্ণুতার সমাধান করার জন্য উদ্ভাবনী ভূমিকা রাখবে। সূত্র: আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here