খবর৭১:দেশের জন্য যুদ্ধ করতে মাত্র তিন দিনে যে কোনো সদস্যকে সেনা হিসেবে প্রস্তুত করতে পারে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবার এমনই এক নতুন দাবি নিয়ে হাজির হয়েছেন আরএসএস সভাপতি মোহন ভবগত।
তিনি বললেন, যদি তেমন পরিস্থিতি এসে যায়, তাহলে আমাদের সংঘ মাত্র তিন দিনে আমাদের সদস্যদের যুদ্ধর জন্য প্রস্তুত করতে পারবে।
বিহার রাজ্যের মোজাফফরপুর জিলা স্কুলে রবিবার সংঘের সদস্যদের উদ্দেশে কথা বলার সময় আরএসএসের এই সক্ষমতার কথা গর্বিত কণ্ঠে উচ্চারণ করেন ভগবত। তিনি বলেন, আরএসএস মাত্র তিন দিনে একজন সেনা প্রস্তুত করতে পারে, যেখানে সেনবাহিনীর লাগে ৬-৭ মাস। এটিই আমাদের সক্ষমতা। দেশ যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ে এবং সংবিধান যদি অনুমোদন করে তাহলে যুদ্ধের সম্মুখ ভাগে থাকবে আরএসএস।
মোহন ভগবত বলেন, আরএসএস সামারিক বাহিনী বা আধাসামরিক বাহিনী কোনোটিই নয়, এটি একটি পারিবারিক সংগঠন, যেখানে শৃঙ্খলা মানা হয় সেনাবাহিনীর মতোই। সংঘের সদস্যরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সব সময় প্রস্তুত আছে। এরপর আরএসএস-কর্মীদের তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সদ্ব্যবহারের মাধ্যমে সুনাম অর্জনের পরামর্শ দেন ভগবত।
খবর৭১/জি: