সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁও নিউজ:সোনারগাঁও থানা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরো একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। সোনারগাঁও থানার এসআই আবুল হাসান বাদী হয়ে গত শনিবার রাতে ৫৮ জানের নাম উল্লেখসহ ৩০-০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে প্রধান আসামী করে এ মামলাটি দায়ের করা হয়।
জানা যায়, সোনারগাঁও কাজী ফজলুল হক কলেজের সামনে শনিবার সকালে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সংবাদের ভিত্তিতে শনিবার কাজী ফজলুল হক ইউমেন্স কলেজের সামনে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে আটক করে পুলিশ।
আটকের পর নাশকতার প্রস্তুতির অভিযোগে গত শনিবার রাতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসাআই) আবুল হাসান বাদী হয়ে অধ্যাপক মামুন মাহমুদকে প্রধান আসামী করে ৫৮ জনের নাম উল্লেখসহ এ মামলা দায়ে করা হয়।
এ মামলার অন্যান্য আসামীরা হলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, দুধঘাটা এলাকার কুদ্দুছ আলীর ছেলে সিরাজুল ইসলাম, ভিন্নিপাড়ার মৃত আজিমউদ্দিনের ছেলে রিরাজউদ্দিন আহম্মেদ রিয়াজ, এলাহিনগর লালমিয়ার ছেলে মুজিবুর রহমান, সাদিপুর ইউনিয়ন সভাপতি রোস্তম আলী ছেলে কামরুজ্জামান মাসুম, সাতভাইয়াপাড়া গ্রামের দুদু মাষ্টারের ছেলে মোক্তার হোসেন মিন্টু, জামপুর এলাকা হোসেন মিয়া ছেলে জাকির হোসেন বাবু, হাবিবপুর এলাকার হাকিম ব্যাপারীর ছেলে আতর আলী, রাইজদিয়া ফজল হক মেম্বারের ছেলে মোক্তার হোসেন, আষাঢ়িয়ার চর হযরত আলীর ছেলে আব্দুর রউফ, কাঁচপুর বাজারের মতিউর রহমানের ছেলে বজলুল রহমান, হ্ড়াীয়া চৌধুরীপাড়া গাজী জালালউদ্দিনের ছেলে হারুন অর রশিদ, পাকুন্ডা রামপুর মতিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, দত্তপাড়া তমিজউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাচ্চু, আলমদী দক্ষিনপাড়ার খন্দকার সামসুদ্দিনের ছেলে খন্দকার আবু জাফর, প্রতাবের চর লাল মিয়ার ছেলে আজহারুল ইসলাম মান্নান, কুমিল্লা লাকসাম এলাকার চৈতি কম্পোজিটের মালিক অলিউল্লাহর ছেলে আবুল কালাম, দত্তপাড়া গ্রামের মহসিনের ছেলে মোশারফ, বাড়ী মজলিশ রহমত আলীর ছেলে শাহ আলম মুকুল, হাবিবপুর হাকিম ব্যাপারীর ছেলে আতাউর রহমান, কাঁচপুর সোনাপুর হাজী আমিরের ছেলে আফজাল হোসেন, বাড়ী চিনিসের মৃত রশিদ উদ্দিনের ছেলে নিজাম, কাঁচপুর সোনাপুর ফজল চেয়ারম্যানের ছেলে আপেল হক, অজ্ঞাত এলাকার নুরে ইয়াসিন নোবেল, সেনপাড়া কাঁচপুর সামসুল হকের ছেলে হাবিবুর রহমান হবু, বারদী নাগপাড়া এলাকার আজিমউদ্দিনের ছেলে কসাই রহমান, কাঁচপুর সেনপাড়া সামাদ ক্বারীর ছেলে ইব্রাাহিম, খালপাড়া কাঁচপুর এলাকার আয়াত আলীর ছেলে আবেদ আলী মেম্বার, সেনপাড়া বারেক মেম্বারের ছেলে শাহ আলম, ভিটিপাড়া হোসেন আলীর ছেলে টিন বাবুল, টিপরদী এলাকার সালাউদ্দিনের ছেলে হারুন অর রশিদ মিঠু ও ওসমান গনি রিতু, ভবনাথপুর ফজল মাষ্টারের ছেলে ফারুক আহম্মেদ তপন, সোনাপুর নুর মোহাম্মদের ছেলে মুজিবুর রহমান, সেনপাড়া কাঁচপুর আঃ আজিজের ছেলে সালাউদ্দিন সালু, কাঠালিপাড়ার আলী আহম্মদের ছেলে সেলিম সরকার, হাতুড়াপাড়া আঃ রউফের ছেলে বিদ্যুৎ, কাঁচপুর ফজল চেয়ারম্যানের ছেলে সেলিম হক রুমি, হানিফ ও সেলিম, কাঁচপুর দক্ষিনপাড়া মানিক ব্যাপারীর ছেলে আলমগীর, বেহাকৈর আব্দুল রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম স্বপন, কাঁচপুর সোনাপুর এলাকার ফজলুল হকের ছেলে শামীম, কাঁচপুর আলেক চান্দের ছেলে আমানউল্লাহ আমান, কাঁচপুর আঃ মোল্লার ছেলে বদরুল আলম, কালিয়াভিটা রাজ্জাকের ছেলে হান্নান রহমান রতন, গোহাট্টা এলাকার আব্দুর মালেকের ছেলে আরিফুল রহমান বাবু, হাবিবপুর গ্রামের হাকিম ব্যাপারীর ছেলে খোরশেদ আলম, কুতুবপুর খোরশেদ আলমের ছেলে শরিফুল ইসলাম, সাতভাইয়াপাড়া গ্রামের ফইজুদ্দিনের ছেলে জালাল মিয়া, বাড়ী মজলিশ এলাকার পাপ্পু, কলতাপাড়া বারেকের ছেলে মনির মেম্বার, বস্তল এলাকার জয়নালের ছেলে গোলজার হোসেন, কুতুবপুর কুদরত আলীর ছেলে ডালিম, মজহমপুর এলাকার ডাঃ ফিরোজের ছেলে লতিফ মেম্বার ও আমজাদ হোসেন, গোবিন্দপুর কাদির ভুইয়ার ছেলে মুজিবুর রহমান।
খবর৭১/জি: