আইএসের অপহরণ-নির্যাতন সেলের দুই নেতা আটক

0
386

খবর৭১: সন্ত্রাসীগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)-এর অপহরণ, নির্যাতন ও হত্যা সেলের দুই নেতাকে সিরিয়ায় আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন হচ্ছে আলেক্সান্দা অ্যামন কোটে (৩৪) এবং অপরজন এল শাফি এলশেইখ (২৯)। এরা দুজনই ব্রিটেনের নাগরিক।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, আটকদের বিটলস নামে ডাকা হতো। এরা সিরিয়ার বিশাল এলাকায় ত্রাস ছড়িয়ে দিয়েছিল। সবাই লন্ডনের বাসিন্দা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিটলস হচ্ছে শিরচ্ছেদের একটি সেল। যেখানে ২৭ জনের বেশি লোককে পশ্চিমাঞ্চলীয় এলাকায় জিম্মি করা হতো। এছাড়া আরও অনেককে নির্যাতন করা হয়েছে।

কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সদস্যরা দুজন ব্রিটিশ বংশোদ্ভূত আইএস জঙ্গীকে আটক করেছে। সিরিয়ায় অবশিষ্ট আইএস জঙ্গীদের খুঁজে বের করার কাজে তারা নিয়োজিত রয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্র দফতর এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

আইএসের ব্রিটিশ জঙ্গীদের আটক করার কথা প্রথম প্রকাশিত হয় নিউইয়র্ক টাইমস পত্রিকায়। মার্কিন এক কর্মকর্তা খবরটি গোপন রাখতে চেয়েছিলেন। যাতে বিশেষজ্ঞরা গোয়েন্দা তথ্যের ব্যাপারে আরও সময় পায় সেজন্য। এ জন্য তারা আটকাদেশ ও আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালিত করার বিষয়েও প্রস্তুতি নিয়ে রেখেছে।

মার্কিন ওই কর্মকর্তা জানান, জানুয়ারির মাঝামাঝি সময়ে তাদের আটক করা হয়। পরে তাদের ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য তথ্য ব্যবহার করে নিশ্চিত হয় যে তারা ব্রিটিশ জঙ্গী। পত্রিকায় খবর প্রকাশ না হওয়া পর্যন্ত আটক জঙ্গীদের পরিবারের সদস্যরাও বিষয়টি জানতো না। চার সদস্যের এই বিটলসের অপর সদস্যরা হলেন, মোহাম্মদ এমওয়াজি ও এইন ডেভিস।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here