খবর ৭১: ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। এতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৮। জিততে হলে ইতিহাস গড়তে হবে স্বাগতিকদের। চতুর্থ ইনিংসে কখনও ৩০০ রানের লক্ষ্য তাড়া করে জেতার নজির টাইগারদের নেই।
৮ উইকেটে ২০০ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে শ্রীলংকা। ২৬ রান তুলতেই বাকি ২ উইকেট হারায় সফরকারীরা। ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। দলীয় ২২৬ রানে জোড়া আঘাতে তিনি ফিরিয়েছেন সুরঙ্গা লাকমল (২১) ও রঙ্গনা হেরাথকে। এ নিয়ে হ্যাটট্রিকের সুযোগ থাকল তার। ১৪৫ বলে ১০ চারে ৭০ রানের বীরোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন রোশেন সিলভা।