রাকিব হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:এবার জনগণের ব্যবহারের জন্য পটুয়াখালী জেলার কলাপাড়ার লালুয়ার বানাতিবাজারের খাস জমিতে সরকারিভাবে নির্মিত একটি গভীর নলকূপ দখল করে তার ওপরে স্থাপনা তোলা হয়েছে। বাজারে যাওয়ার গার্ডার ব্রিজের সংযোগ সড়কের পূর্বপাড়ে উত্তরদিকে এই স্থাপনা তোলা হয়েছে। ফলে ওই বাজারের সাধারণ মানুষসহ উপকারভোগী নিরাপদ পানির ব্যবহারে চরম সমস্যা হচ্ছে। সরকারি দলের নাম ব্যবহার করে সাইফুল আলম গাজী এই স্থাপনা তুলেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে চরমভাবে। বানাতিবাজারে সরকারি অর্থায়নে ডানিডা প্রকল্পের মাধ্যমে হাট-বাজার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ওই গভীর নলকূপটি বসানো হয়। দীর্ঘ বছরের পর বছর বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নলকূপের পানি খাবার কিংবা গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহার করে আসছে। কিন্তু হঠাৎ করে সেখানকার প্রভাবশালী সাইফুল আলম গাজী নলকূপটির জায়গা দখল করে তার ওপরে একটি স্থাপনা তোলে। ফলে এখন মানুষের পানির ব্যবহারে চরম ভোগান্তি হচ্ছে। স্থানীয় মানুষের প্রশ্ন এমন দখল তারা আর দেখেননি। একটি স্থাপিত নলকূপের ওপরও স্থাপনা। এমন দখলদারিত্বের কারনে এখন বানাতিবাজারে রসাত্মক জনশ্রুতি রয়েছে একজনকে মোটা অংকের লেনদেনের মাধ্যমে নলকূপের জায়গাটি দখল করে নেয়া হলো। এ ঘটনায় স্থানীয় দোকানি আঃ লতিফ হাওলাদার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জিহাদ হোসেন জানান, তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছেন। সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম জানান, সরকারি হাটবাজারের জায়গা দখল করে কেউ অবৈধভাবে স্থাপনা তুললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।