খালেদা জিয়াকে সাজা দেয়ায় চৌগাছায় বিএনপিসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভ

0
351

চৌগাছা (যশোর) সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মিথ্যা সাজানো মামলায় সাজা দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষও। এদিকে রায়কে কেন্দ্র করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়। পুলিশের সামনেই সরকারী দলের নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে সাধারণ মানুষের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা সাজানো মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সীমান্তবর্তী উপজেলা চৌগাছা বিএনপি তথা সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ আর উৎকন্ঠা দেখা দেয়। এ দিন খুব সকাল থেকেই সরকারী দলের সরব উপস্থিতিতে গোটা উপজেলায় টানটান উত্তেজনা দেখা দেয়। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। দুপুরে রায় ঘোষনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। এক প্রতিক্রিয়া নেতাকর্মীরা জানান, বিএনপিকে নেতৃত্বশুন্য ও এক দলীয় শাসনকে পাকাপোক্ত করতেই সরকার দেশের সব থেকে জনপ্রীয় নেত্রীকে আজ ৫ বছরের সাজা প্রদান করেছে। কিন্তু ইতিহাস স্বাক্ষ্য দেয় কোন জুলুমবাজ সরকার অত্যাচার অবিচার করে টিকে থাকতে পারেনি বর্তমান সরকারও পারবেনা। জনতার বিজয় একদিন হবেই হবে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষও খালেদা জিয়ার সাজার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন। মামলার রায়কে তারা সাজানো নাটক বলে অভিহীত করেছেন। এদিকে রায়কে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সরকারী দলের নেতাকর্মীরা বাজারে একত্রিত হতে থাকে। দুপুর ১২ টার দিকে তারা বাজারে বিশাল মোটরসাইকেল বহর বের করেন। পুলিশের সামনেই তারা মোটরসাইকেলে মহড়া দিতে থাকেন। তাদের বিশাল বহরে সাধারণ জনগনের মধ্যে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়ে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ এদিন বাজারমুখি হয়নি, সর্বত্রই ছিল অজানা আতংক।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here