খবর৭১:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকমীরা। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২৫ মিনিটে রাজধানীর মগবাজার পৌঁছালে সেখানে আগে থেকে বিভিন্ন স্থানে অবস্থান করা নেতাকর্মীরা তাঁর গাড়িবহরে যোগদেন।সময়ের সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা বাড়ছে। এতে খালেদা জিয়ার গাড়িবহর ধীর গতিতে এগোচ্ছে।
এদিকে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। গাড়িবহরের সামনে ও পেছনে ছিল ব্যাপক র্যাব ও পুলিশ। গাড়ির সামনে ছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পেছনে ছিল র্যাবের মোটরসাইকেলের বহর। এদিন সড়ক বন্ধ রেখে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেয়া বিএনপি প্রধানকে। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহর যে সড়ক দিয়ে রওয়ানা হন সেসব এলাকায় পুলিশের সতর্ক পাহাড়া লক্ষ্য করা গেছে।
রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। গত ২৫ জানুয়ারি আদালত খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজকের (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।
খবর৭১/জি: