খবর৭১:ইসরাইল থেকে সিরিয়ায় নিক্ষিপ্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই গুঁড়িয়ে দিয়েছে দামেস্ক। বুধবার ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়া-র বরাতে এ তথ্য জানা গেছে।
আল ইখবারিয়া জানায়, বুধবার সকালে দামেস্কের কাছে জামরাইয়া এলাকার একটি বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রকে লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জানা গেছে, আঘাত হানার আগেই সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়। ইসরাইলের যুদ্ধবিমান থেকে সিরিয়ার গবেষণাকেন্দ্র লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
প্রসঙ্গত, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত গোলান মালভূমি পরিদর্শনের পরপরই এ হামলা চালানো হয়।
তথ্যসূত্র: আল-জাজিরা
খবর৭১/জি: